ডোমেইন – হস্টিং কি বাংলাদেশ থেকে কেনা উচিৎ না বিদেশ থেকে কেনা উচিৎ?

ডোমেইন – হস্টিং কি বাংলাদেশ থেকে কেনা উচিৎ না বিদেশ থেকে কেনা উচিৎ? কারন অনেকের কাছে শুনলাম নিম্ন মানের হস্তিং দিয়ে অনেক দাম নেই। আর ওয়েবসাইট মেরে দেয়।

 

আমি নতুন ওয়েবসাইট বানাতে চাই। তাই চিন্তাই আছি ডোমেইন হস্তিং কোথা থেকে কিনব।

দয়া করে অভিজ্ঞও ভাইরা উত্তর দিয়ে সাহায্য করবেন।

 

ধন্যবাদ।

Add Comment
3 Answer(s)

ডোমেইন – হস্টিং কি বাংলাদেশ থেকে কেনা উচিৎ না বিদেশ থেকে কেনা উচিৎ?

ডোমেইন – হস্টিং সব সময় বড় এবং বিস্বস্ত কোম্পানি থেকে কেনা উচিৎ। সেটা  বাংলাদেশ হতে পারে বা বিদেশ ও হতে পারে।

 

তবে ডোমেইন হস্টিং কেনার পূর্বে  সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানুন

 

Brong Answered on March 3, 2019.
Add Comment

আপনার যদি ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড থাকে তাহলে যেকোন দেশ থেকে কিনতে পারেন। বিশ্বব্যাপী জনপ্রিয় কিছু হোস্টিং প্রভাইডার হচ্ছে- Bluehost, Siteground, Hostagator ইত্যাদি। বাংলাদেশ থেকেও কিনতে পারেন কারণ, বাংলাদেশেও অনেক বিখ্যাত এবং বিশ্বাস করার মতো হোস্টিং প্রভাইডার আছে।

আপনার যদি বাংলা ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা থাকে তাহলে আমি বলবো বাংলাদেশ থেকে হোস্টিং নিতে এবং বাংলাদেশী সার্ভার থেকে। তাহলে, সাইটের স্পিড ভালো পাবেন। বাংলাদেশী বাঙালি ভিজিটরেরা সাইট ভিজিট করে স্বাচ্ছন্দ্য পাবে। আরো কিছু ব্যাপার আছে- বিকাশ/রকেটে পেমেন্ট দেয়া যায়। বাংলাদেশে Eikra, Alpha.net এরকম বেশ কিছু সাইট আছে যারা অনেক আগে থেকেই আছে এবং ওয়েবসাইট মেরে দেবে না। কেউই আসলে মেরে দিতে চায় না। কিছু সস্তা রিসেলার আছে যারা হারিয়ে যেতে পারে, বাকিদের উপর আস্থা রাখতে পারেন।

 

তথ্যসূত্রঃ ডোমেইন হোস্টিং ক্রয়

 

Default Answered on June 8, 2020.
Add Comment

বিচার বিবেচনা করে বাংলাদেশ থেকেই ডোমেইন কিংবা হোস্টিং নিতে পারেন। অবশ্যই কেনা যায়। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো কোম্পানিই ভালো মানের সার্ভিসের সাথে ডোমেইন রেজিস্ট্রেশন এবং ওয়েব হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। কেনার আগে আপনি ভালোভাবে যাচাই-বাছাই করে বিকাশ ও রকেট দিয়ে সহজেই কিনতে পারবেন।

 

RANA AHMED
Founder of ranaahmed.net

Default Answered on August 31, 2024.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.