নতুন ওয়েবসাইট বানাতে কি কি লাগবে? কিভাবে নতুন ওয়েবসাইট বানাব?
আমি ১টি নতুন ওয়েবসাইট বানাতে চাই কিন্তু ওয়েবসাইট বানাতে কি কি লাগবে , কিভাবে বানাব কিছুই জানি না। বিস্তারিত জানতে চাই।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উত্তর টি খুব ভাল করে পড়বেন আশা করি। ওয়েবসাইট বানালে ৫ মিনিটেই বানান যাই। কিন্তু এই ৫ মিনিটের বানান ওয়েবসাইট এর পেছনে থাকতে হবে সুন্দর পরিকল্পনা। না হলে এই ওয়েবসাইট থাকবে না। এটা অন্য প্রসঙ্গ ।
ওয়েবসাইট বানানোর জন্য আপনার যা দরকারঃ
১। ডোমেইন
২। হস্টিং
তবে ডোমেইন কেনার আগে আপনাকে জানতে হবে ডোমেইন কি? এবং আরও জানতে হবে ডোমেইন কেনার আগে ডোমেইন হস্টিং কেনার পূর্বে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে?
এর কি ধরনের ওয়েবসাইট বানাবেন, কি দিয়ে বানাবেন সেটা নির্ধারণ করতে হবে। নিজে বানাবেন না কোন CMS ব্যবহার করে বানাবেন সেটা নির্ধারণ করে বানাবেন।
আপনি যদি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানেন তবে আমি বলব ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে।
আপনি যদি নতুন হন তাহলে আমি বলব ফ্রী ব্লগ এর মাধ্যমে Practice করতে।
Practice করার সব চেয়ে ভাল ফ্রী ব্লগ হলঃ ব্লগার, ওয়ার্ডপ্রেস, ব্লগ,
কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবেন তা নিছে দেয়া হলঃ
প্রথমে ডোমেইন এবং হস্টিং কিনে আপনার server এ ওয়ার্ডপ্রেস install দিতে হবে।
কিভাবে server এ ওয়ার্ডপ্রেস install দিবেন তা দেখুন নিচের ভিডিও তে।
ওয়ার্ডপ্রেস install দেয়ার পর আপনার মনের মত ডিজাইন করবেন। আর মনের মত ডিজাইন করার জন্য আপনার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। আপনার মনের মত থিম install দিলেই হবে।
আমি আপনাদের কে এই (Newspaper) থিমটা কেনার জন্য বলব কারন এই ১ টা থিম দিয়ে আপনি ২৫০ প্রকার ডিজাইন করতে পারবেন Demo দেখুন । ফ্রী ডাউনলোড দেয়া যাই কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই থিম যদি আপনার পছন্দ না হয় তবে এখানে আরও থিম আছে যে গুলর মধ্য থেকে আপনি পছন্দ মত থিম কিনতে পারেন।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন নাকি টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করবেন।
ফ্রি ওয়েবসাইট এর ক্ষেত্রে ব্লগার এর মাধ্যমে নিজেই বানিয়ে নিতে পারবেন ফ্রি ওয়েবসাইট। তবে এক্ষেত্রে পেইড এর মতো অতটা সুযোগ সুবিধা পাবেন না।
আর যদি আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ডোমেইন, একটি হোস্টিং, এবং সাইটের জন্য একটি থিম।
এরপরে হোস্টিংএ ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেসে থিম ইন্সটল দিয়ে নিজের পছন্দ মতো ডিসাইন করে খুব সহজেই একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন।
নতুন ওয়েবসাইট তৈরি করতে কিছু প্রধান উপায় আছে এবং কিছু মৌলিক উইব ডেভেলপমেন্ট টুল ও সামগ্রী প্রয়োজন। নীচে একটি প্রস্তুতি গাইড দেওয়া হয়েছে:
প্রথমত: কোনও উদ্দেশ্যে ওয়েবসাইট:
- উদ্দেশ্য বোঝা:
- আপনি কি উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করতে চান, তা ঠিক করুন। এটি একটি ব্যবসার জন্য, ব্যক্তিগত ব্লগ, নিজেকে অনলাইনে প্রকাশ করার জন্য এবং অথবা অন্য কোনও উদ্দেশ্যে থাকতে পারে।
- টার্গেট অডিয়েন্স নির্ধারণ:
- আপনি কি সম্প্রদায় বা পাঠকবর্গে আপনার ওয়েবসাইট তৈরি করতে চান, তা নির্ধারণ করুন। আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি কারা প্রয়োজন, তা ধরে রাখুন।
দ্বিতীয়ত: ডোমেইন এবং হোস্টিং:
- ডোমেইন নাম নির্বাচন:
- আপনি কোন ডোমেইন নাম ব্যবহার করতে চান তা চিন্তা করুন। এটি আপনার ওয়েবসাইটের ঠিকানা হবে এবং প্রতিস্থানে আপনার পরিচিতির একটি অংশ হবে।
- হোস্টিং সার্ভিস নির্বাচন:
- একটি ভালো হোস্টিং প্রদানকারী নির্বাচন করুন যাতে আপনার ওয়েবসাইট ভালো পারফরম্যান্স দেখায় এবং দুর্বল সময়ে অনলাইন থাকে। কিছু প্রয়োজনীয় হোস্টিং সংস্থা হলো Bluehost, SiteGround, HostGator ইত্যাদি।
তৃতীয়ত: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট:
- ওয়েবসাইট প্ল্যাটফর্ম নির্বাচন:
- WordPress, Wix, Shopify, Squarespace ইত্যাদি এই প্ল্যাটফর্মগুলির মধ্যে কোনটি আপনার জন্য সহজে ব্যবহার করা হতে পারে, এটি চিন্তা করুন।
- ডিজাইন এবং টেমপ্লেট:
- আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান তা ভিত্তি করে ওয়েবসাইট টেমপ্লেট বা ডিজাইন নির্বাচন করুন। কিছ
RANA AHMED
Founder of ranaahmed.net