ননী ফল কোথায় পাওয়া যায়?
ননী ফল বড় হলে দানাদার মতন হয় এবং এই দানাগুলোর মধ্য থেকে সাদা রঙের ছোট ছোট ফুল ফুটে। ফলের মধ্যে এই ফুলগুলোর গোড়ায় বীজ ধরে। ননী ফলের প্রচুর পরিমাণ ভিটামিন ‘বি১’, ভিটামিন ‘বি২’, ভিটামিন ‘বি৩’, ভিটামিন ‘বি১২’, ভিটামিন ‘সি’, ভিটামিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাসসহ আরও বেশ কিছু উপাদান রয়েছে। তাই বাজারে দিন দিন এর চাহিদা আর বেড়েই চলছে । আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে অন লাইনে ননী ফল কিনতে পারেন । https://www.noninursery.com/