পূর্বের অ্যাডসেন্স থাকা ডোমেইন এ কি নতুন করে গুগল অ্যাডসেন্স approve হবে?
আমি ১টা ডোমেইন কিনেছি এই মাসের ২ তারিখে (০৯/০২/২০১৯)। এই ডোমেইন এর হিস্ট্রি চেক করে দেখলাম ০৩-১০-২০১২ থেকে ০৯/০২/২০১৩ পর্যন্ত অ্যাক্টিভ ছিল।
০৯/০২/২০১৩ তারিখের পর থেকে ০৪/০৫/২০১৬ পর্যন্ত কোন রেকর্ড পাওয়া যায়নি। তার মানে ০৯/০২/২০১৩ তারিখের পর ডোমেইন টি expire ও দিলেট হয়ে যায়।
তারপর ০৪/০৫/২০১৬ এর কিছুদিন আগে USA এর এক জন ব্লজ্ঞার কেনে। এর পর ০৪/০৫/২০১৬ থেকে ১৭/০৫/২০১৭ সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল এবং USA এর এক জন ব্লজ্ঞিং করত। এবং গুগল অ্যাডসেন্স ও ছিল।
সম্ভবত ১৭/০৫/২০১৭ তারিখের পর আবারও expire ও দিলেট হয়ে যায়।
আবারও ১৭/০৫/২০১৭ তারিখ থেকে ০২/০৯/২০১৯ পর্যন্ত কোন রেকর্ড পাওয়া যায়নি। তার মানে ১৭/০৫/২০১৭ তারিখের পর ডোমেইন টি expire ও দিলেট হয়ে যায়। এবং এরপর ০২/০৯/২০১৯ তারিখে আমি কিনেছি। অর্থাৎ এই মাসের ২ তারিখে।
এখন আমার প্রশ্ন হলঃ এই ডোমেইন এ – গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে কি অ্যাডসেন্স আপ্প্রভ হবে?
অথবা
আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাডসেন্স এর অ্যাড কোড বসালে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর কোন সমস্যা হবে কি?
jodi apnar domain a age thake AdSense active thake tahole abar multiple AdSense approve nite parben
r jodi age thake oi domain a AdSense disable thake tahole 2nd time kokhonoy AdSense paben na