পড়ালেখার পাশাপাশি কি ব্লগিং সম্ভব?

আমি একজন ছাত্র এবং আমি ব্লগিং করতে খুবই আগ্রহী। তাই আমি জানতে চাই –

পড়ালেখার পাশাপাশি কি ব্লগিং সম্ভব?

Add Comment
3 Answer(s)

হ্যাঁ ভাই, লেখাপড়ার পাশাপাশি ব্লগিং করা সম্ভব। আপনি সময় ভাগ করে নেবেন। প্রতিদিন রাতে 2 ঘন্টা সময় দেন তাহলে হবে।

Default Answered on March 3, 2019.
Add Comment

আপনি চাইলে আপনার পড়াশোনার পাশাপাশি ব্লগিং করতে পারেন. এতে আপনার পড়াশোনার প্রতি কোন প্রেসার আসবে না যদি আপনি ঠিকমতো মেন্টেন করতে পারেন। ব্লগিং হচ্ছে একটি নিয়মিত কার্যক্রম আপনাকে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা আপনার ব্লগ সাইট এর পিছনে ব্যয় করতে হবে। এবং প্রতিদিন আপনাকে ওই সময়  আপনার ব্লগে সময় দিতে হবে।

ধরুন আপনি প্রতিদিন একটি করে পোস্ট দেন সেটি হচ্ছে রাত ৮ টায় আপনাকে প্রতিদিন রাত আটটায় পোস্টটি দিতে হবে। এটি বাধ্যতামূলক না তবে  দিতে পারলে আপনার ব্লগ সাইটটি রাঙ্ক করতে সুবিধা হবে। এছাড়া আরো অনেক সুবিধা আছে আপনি চাইলে আপনার পড়াশোনার পাশাপাশি একটি নির্দিষ্ট সময়ে ব্লগিং করতে পারেন। ব্লগিং থেকে খুব সহজে কিভাবে টাকা আয় করবেন ওইটার উপরে আমার একটি আর্টিকেল আছে চাইলে দেখে নিতে পারেন।

Default Answered on June 29, 2019.
Add Comment

আপনি চাইলে আপনার পড়াশোনার পাশাপাশি ব্লগিং করতে পারেন. এতে আপনার পড়াশোনার প্রতি কোন প্রেসার আসবে না যদি আপনি ঠিকমতো মেন্টেন করতে পারেন। প্রতিদিন রাতে 2 ঘন্টা সময় দেন তাহলে হবে।

RANA AHMED
Founder of ranaahmed.net

 

Default Answered on August 31, 2024.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.