ফেসবুক অ্যাকাউন্ট লক হয় কেন ?

ফেসবুক অ্যাকাউন্ট লক হয়

 বিস্তারত জানতে চাই

Add Comment
1 Answer(s)

ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয় সিকিউরিটি সিস্টেম এর কারনে। ফেসবুকের সিকিউরিটি অনেক ভালো। ফেসবুক চাই যে একজন রিয়েল ফেসবুক ব্যবহার করবে। এবং  যার একাউন্ট শুধুমাত্র সেই ব্যবহার করবে।  কিন্তু ফেসবুক এর  অটোমেটিক সিস্টেম যখন মনে করে যে আপনি রিয়েল ইউজার না, ঠিক তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এবং আপনি রিয়েল কিনা তা যাচাই করার জন্য কয়েকটি ভেরিফিকেশন চাই।  যেমনঃ

  • মোবাইল ভেরিফিকেশনঃ (মোবাইলে ৬ সংখ্যার একটি সিকিউরিটি কোড পাঠায়  এসএমএস এর মাধ্যমে। আপনি যদি সঠিকভাবে ঐ ৬টি সংখ্যার সঠিক ভাবে প্রবেশ  করতে পারেন তাহলে ফেসবুক মনে করে আপনি ঐ অ্যাকাউন্ট এর প্রকৃত বাবহারকারী বা মালিক)
  • ইমেইল ভেরিফিকেশনঃ (ইমেইল এ  6 টি সংখ্যার সিকিউরিটি কোড অথবা ভেরিফিকেশন লিংক পাঠাতে পারে ফেসবুক। আপনি যদি আপনার ইমেইলে প্রবেশ করে ঐ লিংকে ক্লিক করতে পারেন অথবা  ঐ ৬ সংখ্যার সিকিউরিটি কোড সঠিকভাবে দিতে পারেন, তাহলে ফেসবুক মনে করবে আপনি ঐ অ্যাকাউন্ট এর প্রকৃত মালিক তাহলে আপনার  অ্যাকাউন্ট ফিরে পাবেন।)
  • ফেস ভেরিফিকেশনঃ (ফেস ভেরিফিকেশন হলো, আপনার ফ্রেন্ডলিস্টে থাকা 5 জন বন্ধুকে দেখানো হবে পর পর। আপনার কাজ হবে ঐ ৫ জন বন্ধুর নাম সঠিক ভাবে বলা।   পাঁচ জনের মধ্যে থেকে আপনি যদি ৩ জনের নাম সঠিকভাবে দিতে পারেন তাহলে ফেসবুক মনে করবে যে এটি আপনার একাউন্ট।)
  • ডিভাইস ভেরিফিকেশন ইত্যাদি।

 

বিভিন্ন কারনে ফেসবুক অ্যাকাউন্ট লক হতে পারে যেমনঃ

  1. আপনি এক ডিভাইস থেকে বারবার আপনার একাউন্টে লগইন করতেন কিন্তু হঠাৎ করে নতুন আরেকটি রিভাইস থেকে যখনই লগইন করবেন তখনই ফেসবুক আপনার অ্যাকাউন্টি ব্লক করে দিতে পারে
  2. ফেসবুক লগইন করার সময় ID এবং Password (পাসওয়ার্ড) পরপর তিনবার ভুল করলে আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে।
  3. অন্য ডিভাইস থেকে লগইন করার সময় যদি পাসওয়ার্ড ভুল করে থাকেন তাহলে আপনার একাউন্টে ব্লক করে দিতে পারে।
  4. আপনি যদি এমন কোন পোস্ট বা কমেন্ট করেন যেটা ফেসবুক Privacy Policy এর বাইরে বা ফেসবুক সাপোর্ট করে না এ ধরনের কোন পোস্ট বা কমেন্ট করলে আপনার একাউন্টে ব্লক করে দিতে পারে।
  5. ফেসবুক প্রাইভেসি পলিসি সাপোর্ট করে না এমন কোন লিংক ফেসবুকে শেয়ার করলে আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে।

 

আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।

Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.