ফ্রী অনেক ব্লগ পাওয়া যাই। ওয়েবসাইট বানাতে ডোমেইন – হস্টিং কেন কিনব?
ফ্রী অনেক ব্লগ পাওয়া যাই। এবং Income ও করা যাই। যেমনঃ ব্লগার, ওয়ার্ডপ্রেস, ব্লগ, আরও অনেক ব্লগ আছে যেখানে ফ্রী তে ব্লগ সাইট বানিয়ে Income ও করা যাই তাহলে, ওয়েবসাইট বানাতে ডোমেইন – হস্টিং কেন কিনব?
বিস্তারিত বলবেন কি?
ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন, তারপরেও প্রচুর মানুষ আছে যারা ডোমেইন হোস্টিং কেনে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। ব্লগারে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা এবং এড দেখানো যায় এটা সত্যি। ওয়ার্ডপ্রেসেও ইনকাম করা যায় এফিলিয়েট এর মাধ্যমে, এড দেখানো যায় না। আপনি যেগুলোর কথা বলেছেন এগুলো ওয়েব ২.০ ব্লগ, ফ্রি হোস্টিং না। আরো কিছু কারণ বলি-
- ফ্রি হোস্টিং এর সাইট নিজের মতো করে ডিজাইন করতে পারবেন না। ব্লগারে সাইন আপ অপশন রাখতে পারবেন না।
- এই সাইটের মতো প্রশ্নোত্তর সাইট ওয়েব ২.০ ব্লগে তৈরি করা যায় না।
- স্ট্যাটিক সাইট তৈরি করা গেলেও ডাইনামিক সাইট তৈরি করা যায় না
ব্যাক্তিগত ব্লগের জন্য ওয়েব ২.০ নিশ্চিন্তে ব্যাবহার করুন। বাণিজ্যিক চিন্তাভাবনা থাকলে হোস্টিং কিনুন। ডোমেইনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সাবডোমেইন কোন ব্রান্ডকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। এইজন্য ডোমেইন দরকার।
তথ্যসূত্রঃ ওয়েব হোস্টিং এর গুরুত্ব