বাংলালিংক SIM 3G থেকে 4G তে আপডেট করতে কত টাকা লাগে এবং কি কি লাগে?
আমি আমার Banglalink SIM 3G থেকে 4G তে আপডেট করতে চাই। কিন্তু কি কি লাগবে সেটা জানি না। বাংলালিংক SIM 3G থেকে 4G তে আপডেট করতে কত টাকা লাগে?
কারও ফ্রী অফার আছে।
যাদের ফ্রী অফার আছে তারা ফ্রী পাবেন 4G সিমটি আর যাদের ফ্রী অফার নেই তাদের ৪৯টাকা রি চার্জ করতে হবে 3G থেকে 4G তে আপডেট করার জন্য।
Type করুন ” free4g ” এবং পাঠিয়ে দিন “2500″ নাম্বারে।
তাহলে জানতে পারবেন বিস্তারিত। ৪৯টাকা রিচার্জ করতে হবে কি না তা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আমি আজ ২টা সিম 3G থেকে 4G তে আপডেট করলাম। ১টা সম্পূর্ণ ফ্রী তে। আর ১টা ৪৯টাকা রিচার্জ করে।
তবে আপনার Banglalink SIM টি 3G থেকে 4G তে আপডেট করার জন্য অবশ্যই আপনার National ID Card টি সাথে নিয়ে জাবেন।