বিকাশ এর টাকা এটিএম থেকে কিভাবে উত্তোলন করা যায়?
বিকাশ এর টাকা এটিএম থেকে কিভাবে উত্তোলন করা যায়?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিকাশের টাকা এটিএম থেকে কিভাবে তুলতে হয়, এই বিষয়টি অনেক বিকাশ বাবহারকারী জানে না। তাই বিষয়টি step-by-step লেখার চেষ্টা করছি।
বিকাশের টাকা এটিএম থেকে তোলার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:
এটিএম ক্যাশ আউট রিকোয়েস্টঃ
বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এরকম যেকোনো ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে প্রথমে একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।
- ‘Cash Out’ অপশনটি বেছে নিন।
- ‘From ATM’ অপশনটি বেছে নিন।
- আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন (PIN) নাম্বারটি দিন।
- এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে।
এখন এটিএম এর কাজ।
এটিএম থেকে টাকা উত্তোলনঃ
বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এমন যেকোনো ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
- এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘bKash Cash Out’ বাটনে চাপ দিন।
- আপনার পছন্দের ভাষা বেছে নিন।
- বিকাশ একাউন্ট নাম্বার দিন।
- যতো টাকা ক্যাশ আউট করতে চান তার পরিমাণ।
- এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিন।
- আপনার দেয়া তথ্যাদি যাচাই করে নিশ্চিত করুন।
- টাকা এবং রশিদ গ্রহণ করুন।
- আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
আশা করি প্রতিটি স্টেপ খুব ভালো করে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে লিখুন, কোথায় বুঝতে পারছেন না। আমি উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
আরও বিস্তারিত বিকাশের ওয়েবসাইট থেকে দেখুনঃ এটিএম থেকে টাকা উত্তোলন।
ধন্যবাদ।
বিকাশ এর টাকা এটিএম থেকে কিভাবে উত্তোলন করতে হয় জেনে নিন।
- *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান অথবা বিকাশ অ্যাপে যান
- ‘Cash Out’ অপশনটি বেছে নিন
- ‘From ATM’ অপশনটি বেছে নিন
- আপনার বিকাশ পিন (PIN) নাম্বারটি দিন
- এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন।
- যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে।
কোন কারনে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তাহলে ঘরে বসে বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কে জানুন।