ব্যাকলিঙ্ক কি ও কেন ব্যাকলিঙ্ক করতে হবে? কেন ব্যাকলিঙ্ক দরকার?

SEO  করতে হলে নাকি ব্যাকলিঙ্ক  করতে হয়। তো আমি জানি না যে ব্যাকলিঙ্ক  কি? তো কিভাবে  ব্যাকলিঙ্ক  করবো বলেন?

তাই আমি জানতে চাই যে ব্যাকলিঙ্ক কি?

Default Asked on December 20, 2016 in এসইও.
Add Comment
1 Answer(s)

ব্যাকলিঙ্ক কি?

Backlink is an incoming hyperlink from one web page to another website.

বিস্তারিত বলি মনে করুন, আপনার একটি ওয়েব সাইট আছে, এবং আপনার ওয়েব সাইটের একটি এড্রেস হচ্ছে https://www.linkworld.us/article/ ।
আপনি অন্য একটি ওয়েবসাইট (www.globalwebshost.com) ভিজিট করলেন এবং ঐ সাইটে একটি পোস্ট দেখলেন খুব ভাল। তখন আপনি ঐ পোষ্ট সম্পর্কে কিছু কথা লিখে আপনার ওয়েব সাইটের লিঙ্ক দিয়ে দিলেন যে লিঙ্ক থেকে অন্য visitors আপনার ওয়েবসাইট এ আসতে পারে। ঐ লিঙ্ক কে ব্যাকলিঙ্ক বলে।
সহজ কথাই ব্যাকলিঙ্ক হল ১টি ইনকামিং লিঙ্ক। অর্থাৎ কোন ওয়েব সাইটে  আপনার সাইটের লিঙ্ক থাকা টাই ব্যাকলিঙ্ক, এবং ঐ লিঙ্ক দিয়ে আপনার সাইটে ভিজিটর আসে তাই আমরা এটা কে ইনকামিং লিঙ্ক বলে থাকি ।

এখন আসুন জেনে নিই আপনি ব্যাকলিঙ্ক কেন করবেন এবং কোন ধরনের ওয়েবসাইট এ সাইটে ব্যাকলিঙ্ক করবেন ?

আপনার ওয়েব সাইট থেকে ভাল পেইজ রেঙ্কের ওয়েবসাইটে আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক করুন । যে ওয়েবসাইটে প্রতিদিন লক্ষ লক্ষ ভিজিটর আসে, সেই সাইটে আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক করুন । কারন এই লক্ষ লক্ষ ভিজিটর থেকে আপনি ১০০ জন ভিজিটর হলে ও পাবেন । তার মানে আপনি ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইট এর ভিজিটর বাড়ানোর জন্য।

NB: আপনার ওয়েব সাইটে ভাল কন্টেন্ট রেখে ব্যাকলিঙ্ক এর কাজ করুন । কারন আপনি যখন একটি ওয়েব সাইটে আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করলেন তখন ঐ ওয়েব সাইটের চেয়ে ভাল কন্টেন আপনার সাইটে না থাকলে, ভিজিটর আপনার সাইটে এসে আবার চলে যাবে । ফলে আপনি ভিজিটর প্রাথমিক অবস্থাই ফেলেও পরে হারাতে থাকবেন । কারন আপনার সাইটে যদি উন্নত কন্টেন্ট না থাকে, তাহলে ভিজিটর আপনার সাইটে আসবে কি দেখে ।

 

কিভাবে Do-follow ব্যাকলিঙ্ক তৈরি করব?

Brong Answered on December 20, 2016.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.