ভুলে অন্য কাউকে মেইল পাঠিয়েছি। এখন কি করবো?

ভুলে অন্য কাউকে মেইল পাঠিয়েছি। আমার গুরুত্বপূর্ণ  তত্ত্ব চলে গেসে। এটা কেও জেনে গেলে আমার অনেক ক্ষতি হবে। এখন কি করবো?

Add Comment
1 Answer(s)

অনেক সময়েই আমরা ভুল করে অন্য কাউকে মেইল পাঠিয়ে ফেলি। অসাবধানতায় ভুল মানুষকে মেল পাঠিয়ে ফেলা খুবই লজ্জার ঘটনা। তবে আপনি যদি জিমেইল থেকে এমন কাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে সেই মেইল প্রত্যাহার করার উপায় রয়েছে।

ভুলবশত পাঠানো মেল প্রত্যাহার করতে কী করবেন জেনে নিন- (শুধু মাত্র Gmail ব্যবহার কারীদের জন্য)
১) Gmail ব্যবহার করুন।
২) এবার ডানদিকে সেটিংস অপশনে ক্লিক করুন।
৩) এবার “Undo Send” সেকশনে গিয়ে “Enable Undo Send” -এ ক্লিক করুন।
৪) এবার “Send cancellation period”-এ কোন সময়ে মেলটি পাঠিয়েছিলেন সেই সময়টি দিন।
৫) এবার একেবারে পেজের নিচে save changes-এ ক্লিক করুন।
৬) Undo sending your message-এ ক্লিক করুন।
৭) Undo Send-এ ক্লিক করার পরই আপনি যেকোনো ই-মেইল পাঠানো ক্যানসেল করতে পারবেন।
৮) আর তখনই “Your message has been sent” বলে একটি মেসেজ আপনি দেখতে পাবেন। এবং Undo or View message দুটি অপশন পাবেন।
৯) এবার Undo অপশনে ক্লিক করুন যদি আপনি ভুল ব্যক্তিকে মেইল পাঠিয়ে থাকেন।

 

ধন্যবাদ।

Default Answered on September 15, 2016.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.