মন মানে না – শেখ মিজানুর রহমান (মিঠুন)
মন মানে না
এই সেই মন,
যে মনে ছিল এক ছোট্ট উঠান।
যেখানে ছিল না যে কোন আসা।
তবে কেন তুমি এসে বাধিলে বাসা?
যেখানে থাকবে নিয়ে,
তাহলে কেন তুমি গেলে হারিয়ে?
তুমিতো বেধেছিলে এই মনে ঘর।
তবে কেন ভাঙলে মনটা আমার?
ভাঙা মন কেন যে ভাবছে আবার।
ভেবে কেন কাঁদছে শুধু বারেবার?
জানি ফিরে পাবোনা,
আমি যে তোমার।
তবু মন মানেনা কেন যে আমার?
মনকে যে বলেছি আমি বারেবার
কেন তুই কাঁদছিস,
শুধু ভেবে তার?
মন বলে কোন কথা শুনবনা আর,
আমি যে চাই ফিরে পেতে তার।
সে কি ফিরে আসবে আবার?
#৫। মন মানে না
– শেখ মিজানুর রহমান (মিঠুন)
১০.২.২০০৯