(মাঃ) এর মানে কি? (মাঃ) দিয়ে কি বোঝায়?
হাদিস ও ইসলামিক বই পড়তে গেলে এই ধরণের শব্দ সক্ষেপ দেখা যায়। “(মাঃ)”
(মাঃ) এর মানে কি? (মাঃ) দিয়ে কি বোঝায়?
(মাঃ) দিয়ে বোঝায় = “মাদ্দা জিল্লুহুল আলী”
এই শব্দটি প্রধানত স্বশরীরে জাহেরীভাবে জীবিত বুজুর্গ লোকের নামের পর ব্যবহৃত হয়। মাদ্দা অর্থ দীর্ঘজীবন, জিললুহু অর্থ তাঁর (আল্লাহর) ছায়া এবং আলী অর্থ উচ্চ বা সম্মানের। অর্থাত্ আল্লাহর কুদরতের ছায়াতলে তাঁকে উচ্চ মর্যাদা সহকারে আল্লাহ দীর্ঘজীবি করুক।