মার্কেটিং আর অনলাইন মার্কেটিং এর পার্থক্য কি ?
মার্কেটিং আর অনলাইন মার্কেটিং এর পার্থক্য কি ?
বিস্তারিত জানতে চাই।
নরমাল মার্কেটিং বলতে আসলে ট্র্যাডিশনাল মার্কেটিং কে বুঝানো হয়েছে। যেমন টেলিভিশন, রেডিও, নিউজপেপার, ব্যনার, লিফলেট, ফ্লাইয়ার ইত্যাদি। তো নরমাল মার্কেটিং বা মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং এর মধ্যে পার্থক্য জানতে হলে আপনাকে জানতে হবে এই ২ মার্কেটিং কি?
নরমাল মার্কেটিং বা মার্কেটিং কি?
marketing is the action or business of promoting and selling products or services, including market research and advertising অর্থাৎ বিপণন হচ্ছে বাজার গবেষণা এবং বিজ্ঞাপনের সহ পণ্য বা পরিষেবাদি উন্নীতকরণ ও বিক্রি করার কর্ম বা ব্যবসা।
অনলাইন মার্কেটিং কি?
অনলাইন মার্কেটিং হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে বাজার গবেষণা এবং বিজ্ঞাপনের সহ পণ্য বা পরিষেবাদি উন্নীতকরণ ও বিক্রি করার কর্ম বা ব্যবসা।
আরও সহজ করে বোঝানোর জন্য নিচের উদাহরণ টি দিলাম।
মনে করুন আপনি একজন পাইলস বিশেষজ্ঞ ডাক্তার। আপনি প্রথমআলো পত্রিকার প্রথম পাতায় অ্যাড দিয়েছেন আপনার হসপিটাল এর যে এখানে পাইলস এর চিকিৎসা করা হয়। অ্যাড টি তে আপনার খরছ হয়েছে ৫ লাখ টাকা ১ দিনের জন্য। ভেবে দেখুনতো আপনার অ্যাড টি কারা দেখবে? আসলে কে দেখবে না?? জুয়ান, বৃদ্ধ, আবাল, বনিতা, পাইলস ওয়ালা, পাইলস ছাড়া সবাই দেখবে। এরা সবাই কি আপনার ক্লায়েন্ট? অবশ্যই না। কিন্তু প্রথম আলো কিন্তু সবার কথা ভেবেই আপনার কাছে এত টাকা বিল করেছে। অন্নদিকে অনলাইন মার্কেটিং এর সুবিধা হল অনলাইন প্লাটফর্ম মানুষ চিনে অ্যাড দেখায়। ওই অ্যাড টা যদি আপনি ফেইসবুক এ দিতেন তাহলে ফেইসবুক আপনার অ্যাড টা সুধু তাদেরকেই দেখাতো জাদের পাইলস আছে। আর খরচ হত পাঁচ লাখের জায়গায় পাঁচ হাজার (৫০০০)।
ধন্যবাদ।