মালচিং পেপার ব্যাবহারের সুবিধা ও অসুবিধা কি?
মালচিং পেপার ব্যাবহারের সুবিধা ও অসুবিধা কি?
মালচিং পেপারের সুবিধাঃ
১, মাটির আদ্রতা ধরে রাখে যা গাছের জন্য খুব প্রয়োজন।
২,আগাছা কম হয় বিধায় নিড়ানি খরচ ৭০ % কমে যায়।
৩,গাছে পোকামাকড় আক্রমণ ৫০ % কমে যায় কারন মালচিং পেপারের উপরের ছাই কালার এ সুর্যের আলো প্রতিফলিত হয়ে গাছে পড়ে যার কারনে পোকা পালিয়ে যায়।
৪,পানি সেচ কম লাগে।
৫,অতি বৃষ্টি তে মাটি স্যাতস্যাতে হয় না।
৬,গাছের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।
৭,সর্বপরি এটি এক্টি জৈবিক চাষাবাদ প্রক্রিয়া যা পরিবেশের কোন ক্ষতি করে না।
মালচিং পেপারের অসুবিধাঃ
১,প্রাথমিক মালচিং খরচ হয়।
২,কিছু প্রাথমিক কারিগরি জ্ঞান থাকতে হবে যেমন মালচিং পেপার বিছানো,সার প্রয়োগ করা,ছিদ্র করা ইত্যাদি।