মিসড কল অ্যালার্ট চালু করব কিভাবে?

1 Answer(s)

আপনি বলেছেন, মিসকল সার্ভিস চালু করব কিভাবে?

কিন্তু আপনি কোন সিমে মিসকল এলার্ট সার্ভিস চালু করবেন সেটা কিন্তু বলেন নি। সুতরাং বাংলাদেশের বড়  ৪ কোম্পানির  মিসকল এলার্ট সার্ভিস  চালু  করার উপায়  বলে দিলাম আপনার সুবিধার জন্য।

 

#গ্রামীন ফোন মিসড কল অ্যালার্ট

আপনি যদি ফোন সুইচ অফ থাকায় বা ফোন নেটওয়ার্কের বাইরে থাকায় কোন ফোনকল মিস করে থাকেন, তাহলে মিসড কল অ্যালার্ট সার্ভিস আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য।

সাবস্ক্রিপশনের নিয়ম:
এসএমএস-এর মাধ্যমে সাবস্ক্রাইব করার জন্য START (space) MCA লিখে পাঠিয়ে দিন ২৬২২২ নম্বরে অথবা ডায়াল করুন *121*6*3*1# আর নির্দেশনা অনুসরণ করুন।
এসএমএস-এর মাধ্যমে আনসাবস্ক্রাইব করার জন্য STOP (space) MCA লিখে পাঠিয়ে দিন ২৬২২২ নম্বরে অথবা ডায়াল করুন *121*6*3*2# আর নির্দেশনা অনুসরণ করুন।

ট্যারিফ:
এই সার্ভিসটি গ্রামীণফোনের সব গ্রাহক উপভোগ করতে পারেন
মাসিক ফি ১০ টাকা (+ ১০% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট + মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য (বিজনেস সলিউশনস পোস্টপেইড ব্যতিত))
সকল পোস্টপেইড গ্রাহকগণ বিনামূল্যে সেবাটি উপভোগ করতে পারবেন।
সাবস্ক্রাইব/আনসাবস্ক্রাইব করার ক্ষেত্রে এসএমএস চার্জ ফ্রি।

 

#রবি মিস্‌ড কল এলার্ট

আপনি যদি ফোন বন্ধ থাকায় বা নেটওয়ার্কের বাইরে থাকায় কখনো কো্নো ফোনকল মিস করে থাকেন, তাহলে MCA নামে পরিচিত মিস্‌ড কল অ্যালার্ট সার্ভিস আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য। রবি আপনাদেরকে এই সার্ভিসটি দিচ্ছে একদম ফ্রি!

সাবস্ক্রিপশনের নিয়ম:
সাবস্ক্রাইব করতে Start MCA লিখে পাঠিয়ে দিন ২৮২৭২ অথবা ডায়াল করুন *২৮২৭২#।
আন-সাবস্ক্রাইব করতে Stop MCA লিখে পাঠিয়ে দিন ২৮২৭২ অথবা ডায়াল করুন *২৮২৭২#।

নতুন ফিচারঃ নোটিফিকেশন ব্লক
রবি দিচ্ছে ১০টি MSISDN নাম্বার ব্ল্যাকলিস্ট করার সুবিধা।
কোনো নম্বর ব্ল্যাকলিস্ট করতে ডায়াল করুন *২৮২৭২*৩# অথবা (ex: BL 01xxxxxxx20 ) লিখে পাঠিয়ে দিন ২৮২৭২ নম্বরে।
কোনো নম্বর ব্ল্যাকলিস্ট থেকে মুছে ফেলতে ডায়াল করুন *২৮২৭২*৩# অথবা লিখে পাঠিয়ে দিন ২৮২৭২ নম্বরে। লিস্ট থেকে যে নম্বরটি মুছে ফেলতে চান সেটি সিলেক্ট করুন।
অন্যান্য অফারের জন্য ডায়াল করুন *২৮২৭২#

 

#বাংলালিংক মিসকল এলার্ট সার্ভিসটি যেভাবে চালু করবেনঃ

মোবাই‌লের মেসেজ অপশনে গি‌য়ে start লিখে পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে।
আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে “ডাইভার্ট হোয়েন আনরিচেবল” মোডে ৬২২ নাম্বারে ডাইভার্ট হয়ে যাবে। এসএমএসের মাধ্যমে আপনি এক‌টি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

প্রতিটি মিসড কলের জন্য আপনি একটি করে মেসেজ পাবেন। প্রতিটি অ্যালার্টের পর ৬২২ নাম্বারে শুধু একটি এসএমএস করলেই মিস হয়ে যাওয়া কলটির বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন।

 

#টেলিটক মিসকল এলার্ট সার্ভিস

মোবাই‌লের মেসেজ অপশনে গি‌য়ে START MCA  লিখে পাঠিয়ে দিন 22455 নাম্বারে।

(৭ দিনের জন্য ফ্রী। এর পর প্রতি মাসে ১০টাকা চার্জ + VAT কাটবে)

 

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।

Brong Answered on February 7, 2020.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.