রম্বস কাকে বলে?
রম্বস কাকে বলে? রম্বস সম্পর্কে পরিষ্কার ধারণা চাই।
যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান, তাই রম্বস।
চিত্রটি ভাল করে দেখ।
রম্বস এমন একটি সামান্তরিক, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। চিত্রে, কখগঘ একটি রম্বস। এর বাহুগুলোর দৈর্ঘ্য মেপে দেখি যে চারটি বাহুর দৈর্ঘ্যই সমান। এর কর্ণদ্বয় ম বিন্দুতে ছেদ করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, কেননা প্রত্যেক রম্বস একটি সামান্তরিক। এখন ∠কমখ, ∠খমগ, ∠গমঘ, ∠ঘমক কোণ চারটি চাঁদা দিয়ে মেপে দেখি, প্রত্যেকটি কোণের পরিমাপ ৯০ ডিগ্রী।
অর্থাৎ, কর্ণদ্বয় তাদের ছেদ বিন্দুতে সমকোণে সমদ্বিখন্ডিত হয়েছে।
- যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান, তাই রম্বস।
- রম্বসের বাহুগুলো সব সমান এবং বিপরীত কোণগুলো সমান।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
রম্বসের বৈশিষ্ট্য:
(i) রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান।
(ii) রম্বসের কর্ণদুটির দৈর্ঘ্য অসমান।
(iii) রম্বসের কর্ণদুটি পরষ্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
(iv) রম্বসের কোণগুলি সমকোণ নয়, কিন্তু চারটি কোণের সমষ্টি 4 সমকোণের সমান।