রাজা রামমোহন রায়

 

রাজা রামমোহন রায় – Ram Mohan Roy 

 

  • জন্মঃ  রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন হুগলি রাধানগর – ১৭৭২ সালে।
  • মৃত্যুঃ  মৃত্যুবরণ করেন ২৭ সেপ্টেম্বর ১৮৩৩ সালে।  ইংল্যান্ডে এর  ব্রিস্টলে  (সুত্রঃ বাংলা একাডেমী চরিতাবিধান)
  • রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ব্যাকরণ রচনা করেন তার রচিত বাংলা ব্যাকরণ এর নাম “গৌড়ীয় ব্যাকরণ” (১৮৩৩)
  • রাজা রামমোহন রায় মূলত একজন সমাজ সংস্কারক। ১৮২৮ খ্রিস্টাব্দে  ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন।
  • সতীদাহ প্রথা প্রসঙ্গে তাঁর রচনাঃ “প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ – ১৮১৯”।
  • তার ভূমিকার ফলে ১৮২৯ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা রহিত করেন।
  • দিল্লির বাদশা দ্বিতীয় আকবর ১৮৩০ খ্রিস্টাব্দে রামমোহন রায় কে “রাজা” উপাধি দেন।
  • রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি ১৮৩১ সালে লন্ডনে যান।
  • রাজা রামমোহন রায় সর্বমোট ৩০ খানি গ্রন্থ রচনা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলঃ  বেদান্ত গ্রন্থ (১৮১৫),  বেদান্ত সার  (১৮১৫),  প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (১৮১৯),  গোস্বামীর সহিত বিচার (১৮১৮), পথ্য প্রদান (১৮২৩),  ভ্রদ্রাচার্যের সহিত বিচার (১৮১৭)
  • সম্পাদিত পত্রিকাঃ  ইংরেজি বাংলা দ্বিভাষিক “ব্রাহ্মণ সেবধি – (১৮২১)” বাংলা ভাষায় সম্বাদ কৌমুদী (১৮২১), প্যারিস ভাষায় রচিত – মিরাৎ উল আখবার (১৮২২)।
Add Comment
0 Answer(s)

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.