শারিরীক মিলনের জন্য সঠিক সময় কোনটা?
শারিরীক মিলনের জন্য সঠিক সময় কোনটা?
কেবল সঠিক সময়ে যৌন মিলনই আপনার বাকি পুরো দিনটাই আপনাকে চনমনে রাখতে পারে। একটি সমীক্ষাতে দেখা গেছে এমনই এক তথ্য। কিন্তু কোন সময়টা সেই সঠিক সময় জানেন কি?ঠিক কোন সময়টা আপনার শারীরিক মিলনের জন্য আদর্শ?
দেখা গেছে প্রত্যেকের সাচ্ছন্দ্য বিভিন্ন বিভিন্ন সময়ে। কারও সন্ধে, তো কারও মাঝরাতে। আর যৌন সম্পর্ক স্থাপনের সেই সময়ের উপরে নির্ভর করছে তাঁদের বাকি দিনের কর্মক্ষমতা ও শরীরের চনমনে ভাব।
সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে ভোরবেলায় শারিরিক মিলন করার ফলে তাঁরা সারাদিন চনমনে থাকছেন।কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ।মনে সারাদিন আনন্দে ভরে থাকছে যার ফলে ক্লান্তি গ্রাস করছে না।শুধু তাই নয় শরীর সুস্থও থাকছে।
সাম্প্রতিক এই সমীক্ষাটি আয়োজন করেছিল ম্যাট্রেস অ্যাডভাইজর। সেখানে ৫৩ শতাংশ পুরুষ এবং ৪৫ শতাংশ মহিলা এই সকালেই যৌনতার পক্ষপাতী ।