সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজ (Isosceles right angled triangle) কাকে বলে?
সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজ (Isosceles right angled triangle) কাকে বলে?
সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজ চিনব কি করে?
যে ত্রিভূজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহুদুটি পরষ্পর সমান, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজ বলে।
পাশের চিত্রে ΔABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজ যার ∠ABC=90∘ এবং BA=BC।
সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজ চিনবে এর বিশিষ্ট দেখে।
সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজের বৈশিষ্ট্য গুল হল:
(i) একটি কোণ সমকোণ।
(ii) সমকোণ সংলগ্ন বাহুদুটি সমান।
(iii) বাকী কোণদুটির মান 45∘।