সিম ক্লোন কি? কিভাবে সাবধান হব সিম ক্লোন থেকে?

শুনেছি অনেকেই  সিম ক্লোনের শিকার হসচ্ছেন। তাই সাবধান হওয়া জুরুরি। কিন্তু কিভাবে হব, যদি নাই জানি  – সিম ক্লোন কি? কিভাবে সিম ক্লোন হয়? কেও জানলে দয়া করে বলবেন  ।

Brong Asked on September 13, 2016 in মোবাইল.
Add Comment
1 Answer(s)

যে সিমটি আপনি ব্যবহার করছেন, সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে বুঝবেন যে আপনি সিম ক্লোনের শিকার।

 

►  কিভাবে  সিম ক্লোনের শিকার হয়?
আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন।

দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে।

মনে রাখবনঃ সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।

 

►  সিম ক্লোনিং কে বা কারা করে?
সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।

 

সতর্ক হবেন যেভাবে
* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।
* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।
* +92 (pakisthan) বা এইরকম ইন্টারন্যাশনাল মিসড কল এলে রিপ্লাই দেবেন না।।
* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।
* আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

সিম ক্লনিং সম্পর্কে আরও ভালভাবে বিস্তারিত জানুন ও সাবধান থাকুন।

ধন্যবাদ।

 

IT Info World

Default Answered on September 13, 2016.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.