সি পি এ (CPA) কি?
ইন্টারনেট থেকে income এর নির্ভরযোগ্য মাধ্যম হল সি.পি.এ (CPA). কিন্তু আমি জানিনা যে
সি পি এ (CPA) কি?
কেও কি বিষয় পরিষ্কার করে বলবেন please?
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি সংক্ষেপে CPA সম্পর্কে পরিস্কার ধারণা দেয়ার চেষ্টা করছি।
* সি. পি. এ. (CPA) কি?
CPA এর ফুল মিনিং Cost Per Action । CPA কে Pay Per Action ও বলা হয়। CPA তে বিভিন্ন ধরনের অফার থাকে, কোন ভিজিটর যদি শুধুমাত্র সাইনআপ করে তাহলে প্রতিটি সাইনআপ এর জন্য পেমেন্ট করা হয়। ধরুন, কোন গেমিং সাইট একটা অফার দিলো যে, ”যারা আমাদের সাইটে সাইনআপ করিয়ে দেবে তাদেরকে প্রত্যেকটি সাইনআপের জন্য ১০ ডলার করে দেয়া হবে।” এর মানে আপনি অনলাইনে কাউকে অফার দিয়ে যদি তাদের সাইটে সাইনআপ করিয়ে দিতে পারেন তাহলে আপনি প্রত্যেকটি সাইনআপের জন্য ১০ ডলার করে পাবেন।
* সি পি এ (CPA) কেন করবেন?
উওর: সি পি এ (CPA) কাজ তুলনামূলক সহজ। বিড ছাড়াই করা যায় এবং পেমেন্ট অনেক বেশী এবং প্রতি ৭ দিন পর পর টাকা তুলতে পারবেন।
* সিপিএ মার্কেটিং নতুনদের জন্য সহজ কেন?
উওর: এই কাজটি খুবই সহজ। এখানে সাধারণত যে ধরনের কাজ করতে হয়, Email Submit, Zip Submit, Download,Short Registration etc.
* সি পি এ (CPA)-তে ক্যারিয়ার কেমন?
উওর: সি পি এ হলো বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস। অনলাইনে আয়ের একটি বড় মাধ্যম হলো সি পি এ (CPA)। শুধুমাত্র সঠিক গাইডলাইন ও দিক নির্দেশনার অভাবে অনেকেই এই মার্কেটপ্লেসে সফলভাবে কাজ করতে পারছেন না। সি পি এ (CPA) মার্কেটপ্লেস থেকে প্রতিদিন আয় করা যায়। এখানে বড় সুবিধা হল আপনি কোন প্রকার বিড করা ছাড়াই কাজ করতে পারবেন। আমাদের এই কোর্সটি সম্পন্ন করে আপনিও হতে পারেন এই বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস এর যোগ্য উত্তরসূরী।
www.itinfoworld.com
অনলাইনে অর্থ উপার্জনের অন্যতম সেরা এবং জনপ্রিয় একটি মাধ্যম হল সি পি এ মার্কেটিং (CPA Marketing)। সিপিএ (CPA) এর পূর্ণরূপ হলঃ C=Cost, P=Per, A= Action।
অন্যান্য কাজের সাথে তুলনা করলে সি পি এ মার্কেটিং এর কাজ তুলনামূলক সহজ এবং অল্প পরিশ্রমে করা যায়। বিভিন্ন পণ্য বা সেবা প্রদানকারি কোম্পানি তাদের বিক্রয় বৃদ্ধির জন্য অফার প্রদান করে থাকে। অফারগুলো প্রোমট বা তাদের সেইসকল পণ্যের মার্কেটিং করার জন্য মূলত এসব অফার প্রদান করে। আর একজন সিপিএ মার্কেটার তার গ্রাহক অনুযায়ী অফার নির্বাচন করে এবং বিভিন্ন দেশের ক্রেতাগনের নিকট সেইসব অফার তুলে ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে। যদি কোন গ্রাহক পণ্য ক্রয় করে বা সেবা গ্রহণ করে সেই অফারের বিনিময়ে কিছু অংশ কোম্পানি আপনাকে প্রদান করবে। আর এটিই হল সিপিএ মার্কেটিং।
এখানে একদম ছোট করে বুঝানোর জন্য উত্তর দেয়ার চেষ্টা করলাম, যদি আপনি শুরু করতে চান তাহলে গুগোল অথবা ইউটিউব থেকে সিপিএ মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে শুরু করতে পারেন প্রাথমিক পর্যায়ে, অথবা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কোর্স করতে পারেন।