হযরত শব্দের অর্থ কি? হযরত বলতে কি বোঝায়?

হযরত শব্দের অর্থ কি?

হযরত বলতে কি বোঝায়?

Add Comment
1 Answer(s)

আমাদের প্রিয় নবী রাসূল (সঃ) এর নামের পূর্বে আমরা সব সময় হযরত শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ইসলামিক চিন্তাবিদগণ তাদের নামের পূর্বে হযরত ব্যবহার করে থাকেন।এইরকম অবস্থায় অনেক সময় সাধারণ মানুষ না বুঝে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়।

 

সাধারণ মানুষেরা মনে করে হযরত শব্দটি শুধুমাত্র নবী রাসূলগণের নামের পূর্বে ব্যবহার করা যায়। আপনি জানেন কি ইসলামিক চিন্তাবিদরা কেন তাদের নামের পূর্বে হযরত শব্দটি ব্যবহার করেন। অনেক সময় ইসলামিক চিন্তাবিদগণ নামের পূর্বে হযরত ব্যবহার করার কারণে সাধারণ মানুষের কাছে অপমানিত হয়। 

 

অনেকেই মনে করেন হযরত শব্দের অর্থ হচ্ছে প্রভু, আর যেহেতু ইসলামিক চিন্তাবিদীগণ তাদের নামের পূর্বে হযরত শব্দ ব্যবহার করে থাকেন তাই এখনই জেনে নিন এর সঠিক অর্থঃ

 

ইসলামিক পারিভাষিক শব্দ অনুযায়ী হযরত শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছেঃ মাননীয়, মহামান্য, সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তি। সাধারণভাবে বলতে গেলে বাংলায় আমরা জনাব বলতে যা বুঝাই হযরত অর্থটি হচ্ছে ঠিক তেমনি। 

 

এখন জেনে নেই হযরত বলতে কি বুঝায়, আসলে হযরত বলতে এর অর্থকে বোঝানো হয়েছে। অর্থাৎ হযরত বলতে সেই সকল ব্যক্তিদেরকে ইঙ্গিত করে বুঝানো হয়ে যারা সমাজের মধ্যে মাননীয় মহামান্য সম্মানিত  বা গণ্যমান্য ব্যক্তি।

 

তথ্যসূত্রঃ সঠিকনিউজ ইসলামিক বিভাগ

Default Answered on June 27, 2023.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.