হাদিস কাকে বলে? হাদিস কত প্রকার ও কি কি?

হাদিস কাকে বলে?

হাদিস কত প্রকার ও কি কি?

বিস্তারিত জানতে চাই।

Add Comment
1 Answer(s)

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যতটুকু জানি তা বলার চেষ্টা করলাম। উপকৃত হলে শেয়ার করবেন।

 

হাদিস অর্থ কথা বা বানী। আমাদের প্রিয় নবী হযরত মহাম্মদ (সাঃ)এর কথা, কাজ ও সমর্থনকে হাদিস বলে।

 

পবিত্র কোরআনে হাদিস শব্দটি ২৬ বার এসেছে , এবং বিভিন্ন অর্থে ব্যবহ্রত হয়েছে :

যেমন :

১। হাদিস শব্দ “কোরআন” এর অর্থ হিসেবে:

اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُّتَشَابِهًا مَّثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ

আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাযিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, পূনঃ পূনঃ পঠিত। ( সুরাহ যুমার : ২৩ )

 

২। কোরআন করীমে হাদিস শব্দটির আরও একটি দৃষ্টান্ত:

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا

যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন।

( সুরাহ কাহফ : ৬ )

 

৩। হাদিস শব্দটি “ঘটনা” বুঝানোর জন্য :

وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى

আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি।

( সুরাহ ত্বয়া-হা : ৯ )

 

৪। হাদিস শব্দটি “দৃষ্টান্ত” বুঝানোর জন্য :

فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ

অতঃপর তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

(সুরাহ সাবা ১৯ )

 

৫। হাদিস শব্দটি “স্বপ্ন” বুঝানোর জন্য :

وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ

এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগুঢ় তত্ত্ব শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার-পরিজনের প্রতি; যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহীম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছেন। নিশ্চয় তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী, প্রজ্ঞাময়।

(সুরাহ ইউসুফ : ৬ )

 

৬। হাদিস শব্দটি “কথা” বুঝানোর জন্য :

وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ

যখন নবী তাঁর একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন,

( সুরাহ তাহরীম : ৩ )

 

৭। হাদিস শব্দটি “বর্ননা” বুঝানোর অর্থে :

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

(সুরাহ আদ দ্বোহা : ১১ )

 

উপরে উল্লেখিত আয়াতসমূহে “হাদিস” শব্দটি কথা এবং বর্ননা করার অর্থে এসেছে । সুতরাং ইহা থেকে রসুলুল্লাহ (সা:) এর কথা , বর্ননা ইত্যাদিকেও হাদিস বলা হয় ।

 

ধন্যবাদ ।

 

সোর্স

Brong Answered on January 14, 2018.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.