১ থেকে ১০০০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ১ থেকে ১০০০০০ পর্যন্ত মৌলিক সংখ্যার লিস্ট চাই।
হ্যালো,
দয়া করে বলবেন চাকরির পরীক্ষায় কি ভাবে প্রশ্ন আসে মৌলিক সংখ্যা নিয়ে? ১ থেকে ১০০০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ১ থেকে ১০০০০০ পর্যন্ত মৌলিক সংখ্যার লিস্ট চাই।
ধন্যবাদ।
মৌলিক সংখ্যাঃ ১ থেকে বড় যেসব সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্যকোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না (অর্থাৎ ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্যকোন উৎপাদক নেই) তবে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন – ২, ৩, ৫, ৭, ১১, ১৩ ইত্যাদি।
.
★ ২ সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা।
১ থেকে ১০০০০০ পর্যন্ত মৌলিক সংখ্যার পরিমাণ।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি।
১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪৬ টি।
১ থেকে ৫০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৯৫ টি।
১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৬৮ টি।
১ থেকে ৫০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৬৬৯ টি।
১ থেকে ১০০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১২২৯ টি।
১ থেকে ১০০০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৯৫৯২ টি।
১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা দেওয়া হলঃ
১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৬৮ টি। যেমন –
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি।
(২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭ = ২৫);
১০০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২১ টি।
(১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৯, ১৮১, ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯ =২১);
২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৬ টি।
(২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩, ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩, ২৯৩ = ১৬);
৩০০ থেকে ৪০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৬ টি।
(৩০৭, ৩১১, ৩১৩, ৩১৭, ৩৩১, ৩৩৭, ৩৪৭, ৩৪৯, ৩৫৩, ৩৫৯, ৩৬৭, ৩৭৩, ৩৭৯, ৩৮৩, ৩৮৯, ৩৯৭ = ১৬);
৪০০ থেকে ৫০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৭ টি।
(৪০১, ৪০৯, ৪১৯, ৪২১, ৪৩১, ৪৩৩, ৪৩৯, ৪৪৩, ৪৪৯, ৪৫৭, ৪৬১, ৪৬৩, ৪৬৭, ৪৭৯, ৪৮৭, ৪৯১, ৪৯৯ = ১৭);
৫০০ থেকে ৬০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৪ টি।
(৫০৩, ৫০৯, ৫২১, ৫২৩, ৫৪১, ৫৪৭, ৫৫৭, ৫৬৩, ৫৬৯, ৫৭১, ৫৭৭, ৫৮৭, ৫৯৩, ৫৯৯ = ১৪);
৬০০ থেকে ৭০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৬ টি।
(৬০১, ৬০৭, ৬১৩, ৬১৭, ৬১৯, ৬৩১, ৬৪১, ৬৪৩, ৬৪৭, ৬৫৩, ৬৫৯, ৬৬১, ৬৭৩, ৬৭৭, ৬৮৩, ৬৯১ = ১৬);
৭০০ থেকে ৮০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৪ টি।
(৭০১, ৭০৯, ৭১৯, ৭২৭, ৭৩৩, ৭৩৯, ৭৪৩, ৭৫১, ৭৫৭, ৭৬১, ৭৬৯, ৭৭৩, ৭৮৭, ৭৯৭ = ১৪);
৮০০ থেকে ৯০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৫ টি।
(৮০৯, ৮১১, ৮২১, ৮২৩, ৮২৭, ৮২৯, ৮৩৯, ৮৫৩, ৮৫৭, ৮৫৯, ৮৬৩, ৮৭৭, ৮৮১, ৮৮৩, ৮৮৭ = ১৫);
৯০০ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১৪ টি।
(৯০৭, ৯১১, ৯১৯, ৯২৯, ৯৩৭, ৯৪১, ৯৪৭, ৯৫৩, ৯৬৭, ৯৭১, ৯৭৭, ৯৮৩, ৯৯১ ও ৯৯৭= ১৪).
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
ধন্যবাদ।