৩ বছর ২ মাস ১২ দিনক = কত ঘণ্টা?
৩ বছর ২ মাস ১২ দিনকে ঘণ্টায় পরিণত কর।
ধন্যবাদ প্রশ্নের জন্য।
আপনার প্রস্নঃ ৩ বছর ২ মাস ১২ দিনক = কত ঘণ্টা? বা ৩ বছর ২ মাস ১২ দিনকে ঘণ্টায় পরিণত কর।
সমাধান :
আমরা জানি যে – ১ বছর=৩৬৫ দিন বা ৩৬৫ দিন = ১ বছর
প্রথমে, ৩ বছর = কত দিন সেটা জানতে হবে। তার মানে, ৩বছর কে × ৩৬৫ দিয়ে গুণ করলে কত দিন সেটা জানতে পারব।
৩ বছর =৩×৩৬৫দিন=১০৯৫ (১ বছর=৩৬৫ দিন)
আমরা জানি যে – ১ মাস =৩০দিন বা ৩০ দিন = ১ মাস।
২ মাস = কত দিন সেটা জানতে হবে। তার মানে, ২ মাস কে × ৩০ দিয়ে গুণ করলে কত দিন সেটা জানতে পারব।
২ মাস = ২×৩০দিন=৬০ দিন (১মাস=৩০দিন)
এখন এই ৩বছর ২ মাস ও ১২ এর দিন গুলো একসাথে যোগ করলে কত দিন সেটা জাবতে পারব।
আমরা এভাবে লিখতে পারি,
৩ বছর =৩×৩৬৫দিন=১০৯৫ (১ বছর=৩৬৫ দিন)
২ মাস = ২×৩০দিন=৬০ দিন (১মাস=৩০দিন)
১২ দিন= ১২ দিন =১২ দিন
—————————————————————-
যোগফল= ১১৬৭ দিন
আবার,
৩ বছর = ১০৯৫ দিন (১ বছর=৩৬৫ দিন)
২ মাস = ৩০ দিন (১মাস=৩০দিন)
১২ দিন = ১২ দিন
———————————————————
যোগফল= ১১৬৭ দিন
৩ বছর ২ মাস ১২ দিন = ১১৬৭দিন
প্রশ্নে বলা হয়েছে ঘণ্টা বের করতে হবে।
আমরা জানি যে, ২৪ ঘণ্টা = ১দিন
তাহলে ১১৬৭ দিন কে যদি ২৪ দিয়ে গুণ করা যায় তাহলে সর্বমোট ঘণ্টা বের হবে।
১১৬৭×২৪ (১দিন=২৪ঘণ্টা)
————
৪৬৬৮
২৩৩৪×
————
২৮০০৮ ঘণ্টা (উত্তর)
তারমানে, ৩ বছর ২ মাস ১২ দিনক = ২৮০০৮ ঘণ্টা (উত্তর)
লক্ষ করি: আমরা সবাই জানি যে, কোন মাস ২৮ দিনে হয়। আবার কোন কোন মাস দিনে হয় ৩১ দিনে হয়। আবার কোন কোন মাস ৩০ দিনে হয়।
কিন্তু প্রশ্নে যদি মাসের নাম উল্লেখ না থাকলে যেকোনো মাস ৩০ দিনে ধরা হয়।
[শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য এত বিস্তারিত লেখা হয়েছে। কিন্তু তোমরা যখন খাতায় করবে তখন এত কিছু লেখার দরকার নাই]
শুধুমাত্র এতটুকু লিখলেই হবে –
৩ বছর ২ মাস ১২ দিনকে ঘণ্টায় পরিণত কর।
সমাধান : ৩ বছর =৩×৩৬৫দিন=১০৯৫ (১ বছর=৩৬৫ দিন)
২ মাস = ২×৩০দিন=৬০ দিন (১মাস=৩০দিন)
১২ দিন= ১২ দিন =১২ দিন
———————-
যোগফল= ১১৬৭ দিন
×২৪ (১দিন=২৪ঘণ্টা)
————
৪৬৬৮
২৩৩৪০
————
২৮০০৮ ঘণ্টা (উত্তর)