৮৪৬৪৮ সেকেন্ডে কত ঘণ্টা, মিনিট ও সেকেন্ড?
৮৪৬৪৮ সেকেন্ডে কত ঘণ্টা, মিনিট ও সেকেন্ড?
৮৪৬৪৮ সেকেন্ডে কত ঘণ্টা, মিনিট ও সেকেন্ড?
সমাধান:
এই অঙ্কে ২টা উত্তর বের করতে হবে,
১। ঘণ্টা
২। মিনিট।
তাহলে প্রথমে, ৮৪৬৪৮ = কত মিনিট সেটা দেখা যাক।
আমরা সবাই জানি যে , ৬০ সেকেন্ডে = ১ মিনিট।
তাহলে, ৮৪৬৪৮ সেকেন্ডে কে ৬০ দিয়ে ভাগ করলে কত ঘণ্টা সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা সেকেন্ডে থাকবে।
৬০)৮৪৬৪৮(১৪১০ মিনিট
৬০
—
২৪৬
২৪০
—
৬৪
৬০
—
৪৮
০০
—
৪৮ সেকেন্ড
তাহলে, ৮৪৬৪৮ সেকেন্ডে কে ৬০ দিয়ে ভাগ করে ১৪১০ মিনিট পেলাম। আর অবশিষ্ট থাকল ৪৮ সেকেন্ড।
তাহলে, আমরা দেখলাম , ৮৪৬৪৮ সেকেন্ডে = ১৪১০ মিনিট ৪৮ সেকেন্ড।
আমরা কত মিনিট সেটা জানতে পেলাম। এখন কত ঘণ্টা সেটা বের করব।
আমরা সবাই জানি যে, ৬০ মিনিট = ১ ঘণ্টা।
তাহলে, ১৪১০ মিনিট কে ৬০ দিয়ে ভাগ করলে কত ঘণ্টা সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা মিনিট থাকবে।
৬০)১৪১০ মিনিট(২৩ঘণ্টা
১২০
—-
২১০
১৮০
—
৩০ মিনিট
তাহলে, ১৪১০ মিনিটকে ৬০ দিয়ে ভাগ করে ২৩ ঘণ্টা পেলাম। আর অবশিষ্ট থাকল ৩০ মিনিট।
তাহলে, আমরা দেখলাম , ১৪১০ মিনিট = ২৩ ঘণ্টা , ৩০ মিনিট।
আমরা কত ঘণ্টা সেটা জানতে পেলাম।
[এই অঙ্কে ২টা উত্তর বের করলাম,
১। ঘণ্টা। ৮৪৬৪৮ সেকেন্ড = ২৩ ঘণ্টা , ৩০ মিনিট।
২। মিনিট। ৮৪৬৪৮ সেকেন্ড = ১৪১০ মিনিট ৪৮ সেকেন্ড।]
এক কথায়, ৮৪৬৪৮ সেকেন্ড = ২৩ ঘণ্টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড। (উত্তর)