৮৭৪৫০ মিনিটকে বছর, মাস, দিন ও ঘণ্টায় পরিণত করব কীভাবে?
৮৭৪৫০ মিনিটকে বছর, মাস, দিন ও ঘণ্টায় পরিণত করব কীভাবে?
৮৭৪৫০ মিনিটকে বছর, মাস, দিন ও ঘণ্টায় পরিণত কর।
সমাধান :
প্রশ্নে বলা হয়েছে, ৮৭৪৫০ মিনিটকে বছর, মাস, দিন ও ঘণ্টায় পরিণত কর।
তাহলে প্রথমে, ৮৭৪৫০ = কত ঘণ্টা সেটা দেখা যাক।
আমরা সবাই জানি যে , ৬০ মিনিট = ১ ঘণ্টা।
তাহলে, ৮৭৪৫০ মিনিটকে ৬০ দিয়ে ভাগ করলে কত ঘণ্টা সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা মিনিট হবে।
৬০)৮৭৪৫০(১৪৫৭ ঘণ্টা
৬০
—–
২৭৪
২৪০
—-
৩৪৫
৩০০
—
৪৫০
৪২০
——
৩০ মিনিট
তাহলে, ৮৭৪৫০ মিনিটকে ৬০ দিয়ে ভাগ করে ১৪৫৭ ঘণ্টা পেলাম। আর অবশিষ্ট থাকল ৩০ মিনিট।
তাহলে, আমরা দেখলাম , ৮৭৪৫০ মিনিট = ১৪৫৭ ঘণ্টা ,৩০ মিনিট।
আমরা কত ঘণ্টা সেটা জানতে পেলাম। এখন কত দিন সেটা বের করব।
আমরা সবাই জানি যে, ২৪ ঘণ্টা = ১দিন।
তাহলে, ১৪৫৭ ঘণ্টাকে ২৪ দিয়ে ভাগ করলে কত দিন সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা ঘণ্টা হবে।
২৪)১৪৫৭ ঘণ্টা(৬০ দিন
১৪৪
—-
১৭
০০
—
১৭ ঘণ্টা
তাহলে, ১৪৫৭ ঘণ্টাকে ২৪ দিয়ে ভাগ করে ৬০ দিন পেলাম। আর অবশিষ্ট থাকল ১৭ ঘণ্টা।
তাহলে, আমরা দেখলাম , ১৪৫৭ ঘণ্টা = ৬০ দিন, ১৭ ঘণ্টা।
আমরা কত দিন সেটা জানতে পেলাম। এখন কত মাস সেটা বের করব।
আমরা সবাই জানি যে, ৩০ দিন = ১মাস।
তাহলে, ৬০দিনকে ৩০ দিয়ে ভাগ করলে কত মাস সেটা বের হবে। আর যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা দিন হবে।
৩০)৬০(২ মাস
৬০
—
০
তাহলে, ৬০ দিনকে ৩০ দিয়ে ভাগ করে ২ মাস পেলাম। আর এখানে কোন অবশিষ্ট থাকল ঘণ্টা থাকল না।
তাহলে, আমরা দেখলাম , ৬০ দিন = ২মাস।
আমরা কত মাস সেটা জানতে পেলাম।
তাহলে আমাদের উত্তর –
৮৭৪৫০ মিনিট = ২ মাস ১৭ ঘণ্টা ৩০ মিনিট