4G কি? 4G এর সুবিধা কি কি?

4G কি?

4G এর সুবিধা কি কি?

Add Comment
2 Answer(s)

4G অনেকটা 3G ‘র মতই, কিন্তু এটি দ্রুততর গতিসম্পন্ন ব্রাউজিং এবং আরও ভালো নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবে। 4G ইন্টারনেট-এর সাথে আপনি পাবেন:

  1. দ্রুতগতি সম্পন্ন ডাটা নেটওয়ার্ক
  2. সর্বাধুনিক প্রযুক্তি
  3. ডিজিটাল দুনিয়াতে ইচ্ছেমতো বিচরণের সুযোগ
  4. বাসা কিংবা অফিস, সবখানেই কাজে আরও দক্ষতা

4G ইন্টারনেটের মূল সুবিধা হচ্ছে:

  1. ডাউনলোড/আপলোডে আরও গতি
  2. কম সময়ে পেজ লোডিং, ফলে আরও কম বাফারিং
  3. দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং
  4. শক্তিশালী নেটওয়ার্ক

ধন্যবাদ প্রশ্নের জন্য।

Default Answered on February 15, 2018.
Add Comment

৪জি কি?

আমার জানা মতে, ৪জি হল ৪র্থ প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়।

 

৪জি পেতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবেঃ

  1. ৪জি সাপোর্টেড হ্যান্ডসেট।
  2. ২০১২ সালের আগে নেয়া ২জি সিম রিপ্লেস করতে হবে।
  3. বর্তমান ৩জি সিম মাইগ্রেট করে ৪জি-তে যেতে হবে।
  4. ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে।
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.