4G কি? 4G এর সুবিধা কি কি?
4G কি?
4G এর সুবিধা কি কি?
4G অনেকটা 3G ‘র মতই, কিন্তু এটি দ্রুততর গতিসম্পন্ন ব্রাউজিং এবং আরও ভালো নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবে। 4G ইন্টারনেট-এর সাথে আপনি পাবেন:
- দ্রুতগতি সম্পন্ন ডাটা নেটওয়ার্ক
- সর্বাধুনিক প্রযুক্তি
- ডিজিটাল দুনিয়াতে ইচ্ছেমতো বিচরণের সুযোগ
- বাসা কিংবা অফিস, সবখানেই কাজে আরও দক্ষতা
4G ইন্টারনেটের মূল সুবিধা হচ্ছে:
- ডাউনলোড/আপলোডে আরও গতি
- কম সময়ে পেজ লোডিং, ফলে আরও কম বাফারিং
- দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং
- শক্তিশালী নেটওয়ার্ক
ধন্যবাদ প্রশ্নের জন্য।
৪জি কি?
আমার জানা মতে, ৪জি হল ৪র্থ প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়।
৪জি পেতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবেঃ
- ৪জি সাপোর্টেড হ্যান্ডসেট।
- ২০১২ সালের আগে নেয়া ২জি সিম রিপ্লেস করতে হবে।
- বর্তমান ৩জি সিম মাইগ্রেট করে ৪জি-তে যেতে হবে।
- ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে।