5G কি? কিভাবে এটা কাজ করে?

1 Answer(s)

5G কি?

আমার জানা মতে, ৫জি (5G) হল ৫ম প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়। ৪জি এর চেয়ে মূলত স্পীডের দিক থেকে প্রায় ১০গুন বেশি গতি সম্পন্ন। অর্থাৎ, ১০জিবিপিএস পর্যন্ত সাপোর্ট করতে পারবে ৫জি।

কিভাবে এটা কাজ করে?

৫জি নেটওয়ার্ক মূলত কাজ করেছে সেইম টাওয়ারের আন্ডারে আরও বেশি ইউজারকে সেইম স্পীডে সেইম কোয়ালিটির নেটওয়ার্ক দেয়ার ব্যাপারে।

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.