Affiliate marketing ও CPA marketing এর মদ্ধে পার্থক্য কি?

Affiliate marketing  কে  CPA marketing এর অংশ বলা হয়। তাহলে পৃথক নাম দেয়া হল কেন?

Affiliate marketing ও CPA marketing এর মদ্ধে মুল পার্থক্য কি?

Add Comment
1 Answer(s)

Affiliate marketingCPA marketing এর মদ্ধে মুল পার্থক্য কি সেটা বুঝতে হলে, অবশ্যই আপনাকে Affiliate marketing ও CPA marketing কি এবং কাকে বলে সেটা ভাল ভাবে বুঝতে জানতে হবে।

Affiliate marketing কে CPA marketing এর অংশ বলা হয়। কারন ২টা মার্কেটিং একই ভাবে করতে হয়। মানে ২ টা মার্কেটিং পদ্ধতি ১।

 

তাহলে Affiliate marketing ও CPA marketing পৃথক নাম দেয়া হল কেন?

Affiliate marketing ও CPA marketing পৃথক নাম দেয়া হল কারন ২টা ভিন্ন জিনিস।  Affiliate marketing ও CPA marketing এর মদ্ধে মুল পার্থক্য হলঃ

Affiliate marketing এ আপনি টাকা পাবেন প্রোডাক্ট বিক্রির উপরে। মানে আপনি যে প্রোডাক্ট প্রমট করেছেন সেটা বিক্রি না হলে আপনি কোন টাকা / লাভ পাবেন না।

CPA marketing এ আপনার কোন প্রোডাক্ট সেল বা বিক্রি করা লাগে না। এখানে আপনি যে কোম্পানির প্রোডাক্ট promot করেছেন সেই কোম্পানির অ্যাকশান বা কাজ complete করতে পারলেই আপনি টাকা পাবেন। যেমন কোন ১টা কোম্পানি চাই email subscription. তার মানে,  আপনার promot করা লিংক এর মাদ্ধমে কোন বেক্তি যদি ঐ কোম্পানিতে email subscription করে তাহলে আপনি টাকা পাবেন।

এটা শুধু email subscription নয়, এটা হতে পারে কোন software download, app download & Install, app review, ZIP code submission, mobile number submit & verify, personal details, survay এছাড়া অনেক কিছু।

 

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এ সম্পর্কে আরও জানতে এই ওয়েবসাইট দেখুন CPA Marketing and Affiliate Marketing 

 

Brong Answered on November 20, 2017.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.