Affiliate Marketing কাকে বলে?
Affiliate Marketing কাকে বলে? বিস্তারিত জানতে চাই।
অ্যাফিলিয়েট মার্কেটিং হল অন্য ব্যক্তির (বা সংস্থার) পণ্য বিক্রি করে কমিশন উপার্জনের প্রক্রিয়া।
একটু বুঝিয়ে বলি,
ধরুন আপনার একটি মুদিখানার দোকান আছে। এখানে আপনি সব কোম্পানির পণ্য বিক্রি করেন। এখন আপনার দোকানে প্রতিদিন 100 কাস্টমার আসে। আপনি চিন্তা করলেন আপনার পণ্যের ক্রেতা বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যে আপনার 10 জন বন্ধুকে বললেন যে, তোমরা আমার দোকানের পণ্য বিক্রি করে দিলে ঐ প্রোডাক্ট এর লাভের একটি অংশ তুমি পাবে।
আপনার এই কথা অনুযায়ী ওই দশ জন বন্ধু আপনার দোকানের পণ্যের মধ্যে থেকে তাদের পছন্দমত পণ্যের প্রচার শুরু করে।
তার মানে হল আপনার দোকানে সকল ধরনের পণ্য আছে ।এখন এক বন্ধু মনে করল যে, আমি কসমেটিকস এর প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারবো আপনার বন্ধুদের মাঝে। আরে বন্ধু মনে করলো আমি ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করতে পারব। এভাবে যে যেটা ভাল মনে করল সে সেটার প্রচার শুরু করল।
এবং তাদের প্রচারে কাস্টমার আসে। কোন প্রতিদিন বন্ধু ১০-১২ জন কাস্টমার পাঠায়। আবার কোন প্রতিদিন বন্ধু ১০০-১২০ জন কাস্টমার পাঠায়। আবার কোন প্রতিদিন বন্ধু ৩০০-৪০০ জন কাস্টমার পাঠায়। এভারেজ ১০০০ জন কাস্টমার প্রতিদিন আপনার দোকানে আসে।
যেখানে আপনি প্রতিদিন 100 টা প্রোডাক্ট সেল করতে পারতেন, এখন সেখানে আপনার 10 জন বন্ধুর সহযোগিতায় আপনি প্রতিদিন 1000+ টি প্রোডাক্ট সেল করতে পারছেন। এর মাদ্ধমে আপনি লাভবান হচ্ছেন।
আপনার ওই 10 জন বন্ধু আপনার পণ্য বিক্রি করে দেয়া কমিশন পেয়ে তারা ইনকাম করছেন।
তার মানে হল আপনার ওই 10 জন বন্ধু আপনার পণ্যের অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন।
এফিলিয়েট মার্কেটিং করা যায় অনলাইনে আরেকটা অফলাইনে।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।