Airplane মোড কি? কিভাবে মোবাইল এ Airplane মোড ব্যবহার করতে হয়? এর উপকারিতা কি?
- Airplane মোড কি?
- কিভাবে মোবাইল এ Airplane মোড ব্যবহার করতে হয়?
- Airplane মোড এর উপকারিতা কি?
- এয়ার প্লেন মোডে ফোন চার্জ দিলে খুব দ্রুত চার্জ হয় কেন?
- এভাবে ফোন চার্জ দিলে ফোনের কোন সমস্যা হবে কি?
বিস্তারিত জানতে চাই।
Airplane মোড কি?
Airplane মোড হল এমন একটি সিস্টেম, যেটা অন করলে ফোনের সব সিগন্যাল বন্ধ থাকে।
Plane এ থাকা কালিন আপনি যদি ফোন বন্ধ অথবা কারণ আপনি যদি Airplane Mode অন না করেন, তাহলে তা বিমানের ইলেকট্রনিক সিস্টেমের জন্য ক্ষতির কারণ হবে এবং বিমান দূর্ঘটনায় পতিত হবে।
এয়ার প্লেন মোডে ফোন চার্জ দিলে খুব দ্রুত চার্জ হয় কেন?
এয়ার প্লেন মোডে ফোন চার্জ দিলে খুব দ্রুত চার্জ হয় কারন, আপনি যখন Airplane Mode অন করেন তখন ফোনের সব সিগন্যাল বন্ধ থাকে, ফলে চার্জ খরচের কোন পথ থাকেনা। এজন্য খুব দ্রুত চার্জ হয়।
Airplane Mode অন করে, এভাবে ফোন চার্জ দিলে ফোনের কোন সমস্যা হবে কি?
এভাবে চার্জ দিলে ফোনের কোন সমস্যা হবে না। খুব বেশি প্রয়োজন না থাকলে, মোবাইল অফ করেই চার্জ দেওয়া ভালো। এতে ফোনে কোন প্রকার চাপ পডবে না। এবং দ্রুত চার্জ হবে।
ধন্যবাদ।