GP সিমে কিভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সপার করা যায়? বিস্তারিতভাবে বলুন?

GP সিমে কিভাবে  ব্যালেন্স ট্রান্সপার করা যায়? বিস্তারিতভাবে বলুন?

Add Comment
2 Answer(s)

হা, GP সিমে কিভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সপার করা যায়।

জিপিতে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম।

এই সার্ভিসটি ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে GP এর Balance Transfer Service এ রেজিস্ট্রেশন করতে হবে।

 

১। কিভাবে রেজিষ্ট্রেশন করবেন?

প্রথমে আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে REGI টাইপ করে তা 1000 পাঠিয়ে দিন।

একটু ধৈর্য্য ধরুন।

এবার আপনি একটি Balance Transfer এর PIN Code (পাসওয়ার্ড) কনফারমেশন মেসেজ পাবেন।

 

২। কিভাবে Balance Transfer করবেন?

আপনার মোবাইলের Massage Option এ গিয়ে Type করুন BTR> PINCode> Mobile No> Amount তারপর Send করুন 1000 নাম্বারে।

উদাহারন: BTR 123 01700000000 20 তারপর Send করুন 1000 নাম্বারে।

বি:দ্র: খেয়াল রাখবেন আপনার এই পিন কোডটি যেন অন্য কেউ না জানে।

তাই সকলের প্রয়োজন কিছুদিন পরপর এটি পরিবর্তন করা।

নিচে পিন কোড পরিবর্তনের নিয়ম দেয়া হল।

Process of GP PIN Code Change:

Type CPIN (space) OLD PIN (space) NEW PIN (space) NEWPIN  And Send SMS to 1000

Default Answered on December 17, 2018.
Add Comment

ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:

নতুন নিয়ম:

* এখন থেকে নতুন গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফারের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। নতুন SIM-এ ব্যালেন্স ট্রান্সফারের বিল্ট-ইন অপশন থাকছে।

* বর্তমান গ্রাহকদের আগের নিয়মেই ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। SIM-এ বিল্ট-ইন অপশন পাবার জন্য আপনাকে নতুন SIM নিতে হবে।

ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম

হ্যান্ডসেটের ট্রান্সফার ব্যালেন্স অপশনে যান, প্রাপকের মোবাইল নম্বর দিন, মোবাইল নম্বরটি কনফার্ম করুন, কত টাকা পাঠাতে চান তা টাইপ করুন, টাকার পরিমাণ কনফার্ম করুন, PIN নম্বরটি দিন।

নতুন SIM-এ PIN নম্বর পরিবর্তনের নিয়ম

পুরনো PIN নম্বর দিন, নতুন PIN নম্বর দিন, নতুন PIN রেজিস্ট্রেশন কনফার্ম করুন।

রেজিস্টার করার জন্য

  1. হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REGI
  2. পাঠিয়ে দিন1000 নম্বরে
  3. ফিরতি এসএমএস-এ আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য নতুন PIN কোড নম্বর জানিয়ে দেয়া হবে।

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য

  1. হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR <স্পেস> **** (PIN) <স্পেস> 0171***(মোবাইল নম্বর) <স্পেস> 100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না।
  2. মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।
  3. ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।

প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা।

PIN নম্বর পরিবর্তন করার জন্য

  1. হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN <স্পেস> পুরনো PIN নম্বর <স্পেস> নতুন PIN নম্বর <স্পেস> আবারো নতুন PIN নম্বর।
  2. যেমন: CPIN 1234 4321 4321
  3. পাঠিয়ে দিন 1000 নম্বরে।
Brong Answered on December 17, 2018.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.