Save and Replace cover if Processor is Removed মানে কি? কেন লেখা থাকে Processor এর Cover এ?
Save and Replace cover if Processor is Removed মানে কি? কেন লেখা থাকে Processor এর Cover এ?
“Save and replace cover if processor is removed” মানে হলো, যদি প্রসেসরটি মাদারবোর্ড থেকে সরানো হয়, তাহলে কভারটি সংরক্ষণ করে পুনরায় লাগিয়ে দিতে হবে। এই নির্দেশনাটি প্রসেসরের সংযোগ স্থলে ধুলো বা ক্ষতি থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়।
অর্থাৎ, যদি কখনো প্রসেসর সরাতে হয়, তাহলে কভারটি সঠিকভাবে রেখে দিন এবং পরে মাদারবোর্ডে প্রসেসর না থাকলে সেই কভারটি সংযোগ স্থলের ওপরে লাগিয়ে দিতে হবে, যাতে এটি সুরক্ষিত থাকে।