upwork এর অ্যাকাউন্ট approve ও সফল হতে কি করব?
upwork এর অ্যাকাউন্ট approve ও সফল হতে কি করব?
upwork সফল হতে করনীয়
অনেকে বলেছেন যে, বাংলাদেশে থেকে একাউন্ট APPROVE হয় না।
সবার এই ধারণাই ১০০ শত ভাগ ভুল। কারন বাংলাদেশে থেকে একাউন্ট APPROVE হয়। এবং হচ্ছে।
আপনারা যারা নতুন একাউন্ট করতে চাচ্ছেন বা একাউন্ট APPROVE এর সমস্যায় আছেন, তাদের জন্য আমার পরামর্শ হলো-
১। আগে আপওয়ার্ক এর রুলস এবং রেগুলেশন সম্পর্কে পড়াশোনা করুন।
২। নিজের কাজের ক্যাটাগরি টা সুন্দর করে লিখুন।
৩। আপনার স্কিল সম্পর্কে সুন্দর একটা বর্ণনা দিন।
৪। পোর্টফলিওটা স্মার্ট ওয়েতে আপনার ইন্ড্রাস্টি অনুযায়ী সাজান। (কাজ শেখার আগেই PROFILL খোলা থেকে বিরত থাকুন)।
৫। সহজ সহজ এক্সাম গুলো দিন। (এক্সাম দেওয়ার আগে গুগল সার্জ করুন। অনেক স্যাম্পল এক্সাম আছে, সেগুলো একটু পড়াশোনা করুন। সহজ হয়, যদি আপওয়ার্ক রেডিনেস টেস্ট, স্পেলিং টেস্ট গুলো দেন, এগুলো সহজ এবং যে কেউ সহজে দিতে পারবে।)
৬। আপনার স্কিল রিলেটেড আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সারদের প্রোফাইলটা একটু রিসার্চ করুন।
৭। যতদিন পর্যন্ত RISING TALENT ব্যাচ না পাবেন, ততদিন HARD AND SOUL চেষ্টা করুন। ( ফ্রিল্যান্সিং এত্ত সোজা না বাপু!)
৭। সমস্যায় পড়লে আপওয়ার্ক ব্লগ এর সাহায্য নেওয়ার অভ্যাস তৈরী করুন।
এই গুলো অনুসরণ করলে আপনার অ্যাকাউন্ট অবশ্যয় APPROVE হবে এবং আপনি সফল হবেন ইনশাল্লাহ।