আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা – Amay Prosno Kore Nil Drubotara

 

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা (Amay Prosno Kore Nil Drubotara)  হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukhopadhyay) এর অসাধারন সুন্দর ১টি গান। আমার খুব ভাল লাগে তাই সবাইকে শেয়ার করলাম।

পরবর্তীতে এই গানটি ” আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা ” গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী  শ্রীকান্ত আচার্য   (Srikanto Acharya)

 

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
 – হেমন্ত মুখোপাধ্যায়

 

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা, রবো দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু,
পথ খুঁজে কেটে গেল এ
জীবন সারা, এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা,
আর কত কাল আমি রব দিশাহারা রবো দিশাহারা।

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো,
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো,
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।
নিজের ছায়ার পিছে, ঘুরে ঘুরে মরি মিছে,
একদিন চেয়ে দেখি আমি,
তুমি হারা, আমি তুমি হারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা,
আর কত কাল আমি রব দিশাহারা।

আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে,
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে।
আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে।
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে।
আমার চতুর পাশে, সব কিছু যায় আসে।
আমি শুধু তুষারিত, গতিহীন ধারা গতিহীন ধারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা,
আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা।

জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু,
পথ খুঁজে কেটে গেল এ,
জীবন সারা, এ জীবন সারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা রবো দিশাহারা।

 

Add Comment
0 Answer(s)

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.