“ইঁদুরের বিষ্ঠা থেকে সিগারেট তৈরি হয়” এটা কি সত্য?
আমি ফেসবুকের এই পেজের মাধ্যমে জানতে পারলাম যে, ইঁদুরের বিষ্ঠা থেকে সিগারেট তৈরি হয়।
“ইঁদুরের বিষ্ঠা থেকে সিগারেট তৈরি হয়” এটা কি সত্য?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
আসলে ইঁদুরের বিষ্ঠা থেকে সিগারেট তৈরি করা হয় কিনা সেটা আমি জানি না। তবে বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা “কালের কন্ঠ” পত্রিকায় আমি পড়েছিলাম।
আমি নিচের লিংক দিলাম। আপনিও পড়ে নিয়েন। যদি পত্রিকার এ কথাটি সত্য হয়, তাহলে সত্য। আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা।
আমার কিছু বলার নেই।
উত্তর সুত্রঃ সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা! – কালের কন্ঠ
হ্যাঁ, বিষয়টি আমিও পড়েছিলাম । যেখানে লেখা ছিল
” সিগারেটের পেছনে মাসে কারো কারো হাজার হাজার টাকা ব্যয় হয়। জানেন কি এই সিগারেট কি থেকে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুরে সিগারেট তৈরি করা হয়।
তবে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, সিগারেটের মুল উপাদান গুলির একটি ইঁদুরের বিষ্ঠা। অবাক হওয়ার কিছুই নেই। কারণ সম্প্রতি অপর একটি গবেষণায় জানানো হয়েছে, পৃথিবী বিখ্যাত আইভরি কফি তৈরি নাকি তৈরি হয় হাতির বিষ্ঠা থেকে। যেমনটি ভারতে কফি তৈরি হয় বিড়ালের মল থেকে!
যাই হোক এসব তাও মেনে নেওয়া যায়। কিন্তু পরবর্তী যে তথ্যটি একেবারেই ঘৃন্যকর, সেটি হল সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত। নেদারল্যান্ডস এর এক গবেষণায় দেখা গেছে- ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকরের রক্ত। কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়।
নেদারল্যান্ডসের ওই গবেষণায় আরও দেখা গেছে, শূকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়। গ্রিসের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান শূকরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে। তারও আগে জানা গিয়েছিল, সস্তা সিগারেটের মধ্যে অ্যাজবেস্টস এবং মৃত মাছিও থাকে। ”
উত্তর সুত্রঃ সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা! – কালের কন্ঠ