গাণিতিক বাক্য কাকে বলে?
গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়।
যেমন:
(৪৮÷৬)Î ৫=৪৮ ÷(৬Î৫) | মিথ্যা উক্তি |
প্রতিটি ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ আছে | সত্য উক্তি |
১৭ একটি মৌলিক সংখ্যা | সত্য উক্তি |
১২ ও ১৫ এর গ.সা.গু. ৬ | মিথ্যা উক্তি |
রাজু ও মিনা মারবেল নিয়ে খেলছিল। মিনার কাছে রাজু অপেক্ষা সাতটি মারবেল বেশি ছিল। তাদের দুইজনের কাছে মোট ৪৫টি মারবেল ছিল। রাজু ও মিনা প্রত্যেকের কাছে কতটি মার্বেল আছে?
মনে করি, রাজুর কাছে ‘ক’ সংখ্যক মারবেল আছে। তাহলে মিনার কাছে আছে (ক+৭)টি মারবেল। রাজু ও মিনা দুই জনের কাছে মোট মারবেল আছে ৪৫টি।
প্রশ্ন অনুযায়ী, ক+ (ক+৭)=৪৫ বা ২ক+৭=৪৫ অর্থাৎ, ২ Îক +৭=৪৫
এখানে, ২ Îক +৭=৪৫ একটি খোলা বাক্য। খোলা বাক্য হলো বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্য।
গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়।
যেমনঃ ১৭ একটি মৌলিক সংখ্যা। (এটি একটি সত্য উক্তি) ।