তুমি নেই বলে – মহি উদ্দীন
তুমি নেই বলে – মহি উদ্দীন
এক দিন সব ছিল,
আশা ছিল, ভালবাসা ছিল,
ছিল বিচিত্র সব স্বপ্ন।
আর আজ, তুমি নেই বলে,
যেন কিছুই নেই।
আছে শুধু শূন্য হৃদয়,
আর হৃদয়ের শূন্যতা মাত্র।
তুমি নেই বলে,
যেন তোমার শোকে শোকাহত,
আমার স্বপ্ন, আমার আসা, আমার ভালবাসা,
শোকাহত আমার পৃথিবী।
আর আমি চলেছি
এক অজানা, অনাকাঙ্খিত
এক ভবিষ্যতের দিকে।
যার শেষ শুধু অন্ধকারে…