বর্ণমালা কাকে বলে কত প্রকার ও কি কি? বাংলা বর্ণ কয়টি ও কি কি?
বর্ণমালা কাকে বলে কত প্রকার ও কি কি?
বাংলা বর্ণ কয়টি ও কি কি?
বর্ণ হলো একটি আর বর্ণমালা হলো সকল বর্ণের সমষ্টি সুতরাং বর্ণমালা কি সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে বর্ণ কি সেটা।
বর্ণঃ মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে ।
উদাঃ অ, আ, ক, খ,
চলুন এখন বর্ণমালা সম্পর্কে বিস্তারিত জানিঃ
বাংলা ভাষায় “অ” থেকে “ঔ” পর্যন্ত মোট ১১টি স্বরবর্ণ আছে এবং “ক” থেকে ঁ পর্যন্ত মোট ৩৯টি ব্যঞ্জনবর্ণ আছে। এগুলো সমষ্টিই হল বর্ণমালা।
বর্ণমালা কাকে বলে?
বাংলা ভাষায় মোট ৫০টি বর্ন আছে, এই গুলোর সমষ্টি কেই বর্ণমালা বলে।
বর্ণ বা বর্ণমালা দুই প্রকার :
১। স্বরবর্ণ – স্বরবর্ণ ১১টি। যথা = অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
স্বরবর্ণ সম্পর্কে আরো বিস্তারিত জানান এখান থেকে
২। ব্যঞ্জনবর্ণ – ব্যঞ্জনবর্ণ ৩৯টি । যথা = ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ
ব্যঞ্জনবর্ণ সম্পর্কে আরো বিস্তারিত জানান এখান থেকে
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।