বাংলাদেশের আয়তন কত? নতুন ও পুরাতন আয়তন এর বিস্তারিত জানতে চাই।

বাংলাদেশের আয়তন কত? নতুন ও পুরাতন আয়তন এর বিস্তারিত জানতে চাই।

ধন্যবাদ

Add Comment
2 Answer(s)
Best answer

” পূর্বে বাংলাদেশের আয়তন ছিল ১,৪৭,৫৭০ বর্গ কি.মি।

তবে সম্প্রতি ভারতের কাছ থেকে পেয়েছে ২৮,৪৬৭ বর্গ কি.মি।

এবং মায়ানমার এর কাছ থেকে পেয়েছে ৭০,০০০ বর্গ কি.মি।

তাই সমুদ্র সীমাসহ বর্তমানে বাংলাদেশের আয়তন ২,৪৬,০৩৭ বর্গ কি.মি।

 

তাই পূর্বে বাংলাদেশের আয়তন  ১,৪৭,৫৭০ বর্গ কি.মি  (২০১৫ পর্যন্ত।)

বাংলাদেশের নতুন আয়তন  হল ২,৪৬,০৩৭ বর্গ কি.মি (২০১৬)

 

এই তথ্যটি অনেক ওয়েবসাইট প্রকাশিত হয়েছে কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে পায়নি সুতরাং এই তথ্যটি ভুল। কোন ছাত্র-ছাত্রীদেরকে তথ্যটি মুখস্ত করা উচিত নয়, কারণ তারা যদি পরীক্ষার খাতায় এটি লেখে তাহলে ভুল হবে। 

আর হা বিভিন্ন প্রশ্ন-উত্তর ওয়েবসাইট এ বিভিন্ন বিভিন্ন রকম প্রশ্ন উত্তর লিখে থাকে। এর সবগুলো সঠিক নয়। তাই উত্তর গুলো যাচাই না করে সেই উত্তরগুলো নিবেন না।

 

ধন্যবাদ। 

Brong Answered on October 16, 2016.
Add Comment

বন্ধুরা,

বাংলাদেশের আয়তন নিয়ে অনেকের মনে সংশয়। কারণ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম তথ্য প্রকাশিত হয়েছে।

মনে রাখবেন, যদি কোন তথ্য আপডেট হয় তবে সেটা অবশ্যয় উইকিপিডিয়াতে আপডেট করা হয়। তাই উইকিপিডিয়া থেকে সোর্স নিয়ে নিচের উত্তরটি করলাম।

 

Total Area of Bangladesh = 147,570 km2 (56,980 sq mi) (92nd)

বাংলাদেশের মোট আয়তন = ১৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। বিশ্বের 92 তম দেশ  [বিস্তারিত দেখুন]

 

Water (%) 6.4

বাংলাদেশের মোট আয়তনের  এর মধ্যে ৬.৪ শতাংশ পানি। 

[বিস্তারিত দেখুন।]

 

বাংলাদেশের জনসংখ্যা

 

Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.