বিড়াল কামড়ালে করনীয় কি?
বিড়াল কামড়ালে করনীয় কি?
যেহেতু কুকুর বিড়াল উভয়ই এই রোগের বাহক তাই বিড়ালের কামড়েও জলতাংক হতে পারে। সুতরাং সন্দেহ হলে ভ্যাক্সিন নেওয়া উচিত। এবং অবশ্যই তা যতদ্রুত নেওয়া যায় তত ভাল। কামড়ানোর ১০ দিন পর (সাধারণত ৩ থেকে ৭ সপ্তাহের মধ্যে) জলাতন্কের প্রথম লক্ষণগুলো দেখা দেয়৷ লক্ষণ প্রকাশের পূর্বে চিকিৎসা শুরু করতে হবে। তাই আপনার এলাকায় না থাকলে অন্য এলাকায় গিয়ে কালকেই ভ্যাক্সিন দিয়ে নেন।